১.১। রূপকল্প (Vision) : সরকারী আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আধুনিক ও শক্তিশালী করে সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখা।
১.২। অভিলক্ষ্য (Mission): সরকারী অর্থ পরিশোধে Kvh©Ki পূর্ব-নিরীক্ষা সম্পাদন এবং ডিজিটালাইজেশন এর মাধ্যমে গুনগত মানসম্পন্ন হিসাব প্রতিবেদন প্র্রণয়ন করে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা প্রদান।
২. প্রতিশ্রুত সেবাসমুহ:
২.১। নাগরিক সেবা
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মুল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা (কর্মদিবস) |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১. |
পারিবারিক পেনশন পদ্ধতি |
পেমেন্ট অর্ডার/চেক ইস্যু |
১. সংশ্লিষ্ট কাগজপত্রসহ যথাযথভাবে পূরণকৃত সরকার নির্দেশিত ফরম/ছক/আবেদন। ২.নির্ধারিত ফরম বা ছক হিসাব শাখা অথবা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে। |
বিনা মূল্যে |
০৯ |
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মেহেন্দিগঞ্জ, বরিশাল। |
২. |
সরবরাহ ও সেবা মেরামত ও সংরক্ষণ, সম্পদ সংগ্রহ ইত্যাদি খাতসহ উন্নয়ন খাতের বিল নিষ্পত্তি। |
পেমেন্ট অর্ডার/চেক ইস্যু |
১. সংশ্লিষ্ট কাগজপত্রসহ সরকার নির্দেশিত ফরমে বিল দাখিল। ২. নির্ধারিত ফরম বা ছক হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে। |
বিনা মূল্যে |
০৭ |
ঐ |
৩. |
অনুদান, ঋণ ও অগ্রিম এবং বিভিন্ন আর্থিক মঞ্জুরীপত্রের বিপরীতে অতরিটি ইস্যু |
অথরিটি ইস্যু |
সংশ্লিষ্ট মঞ্জুরীপত্র |
বিনা মূল্যে |
০৭ |
ঐ |
২.২. দাপ্তরিক সেবা
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মুল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়মীমা (কর্মদিবস) |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১. |
বেতন বিল নিষ্পত্তি (২৫ তারিখের মধ্যে দাখিল সাপেক্ষে) |
১. কর্মকর্তাদের বেতন বিল নিষ্পত্তির ক্ষেত্রে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) পদ্ধতি ব্যবহার ২. অন্যান্য ক্ষেত্রে পেমেন্ট অর্ডার/চেক ইস্যু |
১. সংশ্লিষ্ট কাগজপত্রসহ সরকার নির্দেশিত ফরমে বিল দাখিল/অনলাইনে দাখিল। ২. নির্ধারিত ফরম বা ছক হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে। |
বিনা মূল্যে |
১) পরবর্তী মাসের ১ম কর্মদিবসের মধ্যে ২) অন্যান্য ক্ষেত্রে দাখিলের তিন কর্মদিবসের মধ্যে |
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মেহেন্দিগঞ্জ, বরিশাল। |
২. |
জিপিএফ অগ্রিম/চূড়ান্ত পরিশোধ, গৃহ নির্মাণসহ অন্যান্য অগ্রিম ও ভ্রমণ ভাতা বিল নিষ্পত্তি |
পেমেন্ট অর্ডার/চেক ইস্যু |
১. সংশ্লিষ্ট কাগজপত্রসহ সরকার নির্দেশিত ফরমে বিল দাখিল। ২. নির্ধারিত ফরম বা ছক হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে। |
বিনা মূল্যে |
প্রাপ্তির তারিখ হতে ০৩ কর্মদিবসের মধ্যে |
ঐ |
৩. |
জিপিএফ ব্যালেন্স হস্তান্তর ও পে-স্লিপ ইস্যু |
এলপিসি/পি-স্লিপ ইস্যু |
বদলী/কর্মস্থল হতে ছাড়পত্রের কপি |
বিনা মূল্যে |
০৭ কর্মদিবসের মধ্যে |
ঐ |
৪. |
সরবরাহ ও সেবা মেরামত ও সংরক্ষণ, সম্পদ সংগ্রহ ইত্যাদি খাতসহ উন্নয়ন খাতের বিল নিশ্পত্তি |
পেমেন্ট অর্ডার/চেক ইস্যু |
১.সরকার নির্দেশিত ফরমে বিল দাখিল ২.নির্ধারিত ফরম হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে। |
বিনা মূল্যে |
০৭ কর্মদিবসের মধ্যে |
ঐ |
৫. |
বেতন নির্ধারণ, সার্ভিস বহি, অনুতোষিক ও পেনশন নিষ্পত্তি |
১.বেতন নির্ধারণী পত্র ইস্যু ২.সার্ভিস বহি প্রতিস্বাক্ষরকরণ ৩.অনুতোষিক ও পেনশন এর ক্ষেত্রে চেক ইস্যু |
১. আবেদনপত্র ২.যথাযথভাবে পূরণকৃত সরকার নির্দেশিত ফরম/ছক ৩.সার্ভিস বহি ৪. নির্ধারিত ফরম হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে |
বিনা মূল্যে |
১০ কর্মদিবসের মধ্যে |
ঐ |
৬. |
জিপিএফ একাউন্টস স্লিপ ইস্যু |
একাউন্টস স্লিপ ইস্য্য |
১. ব্যাংক চালানের মুল কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ২.নির্ধারিত ফরম হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে। |
বিনা মূল্যে |
১ জুলাই হতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে |
ঐ |
৭. |
মাসিক পেনশন |
পেমেন্ট অর্ডার/চেক ইস্যু |
১. ডি হাফস ২.বিল ফরম ৩.আবেদনপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) ৪.নির্ধারিত ফরম হিসাব-শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের সাইটে পাওয়া যাবে |
বিনা মূল্যে |
পরবর্তী মাসের ১০ কর্মদিবসের মধ্যে |
ঐ |
২.৩) অভ্যন্তরীণ সেবা: প্রযোজ্য নয়।
২.৪) আওতাধীন অধিদপ্তর/দপ্তর/সংস্থা কর্তৃক প্রদত্ত সেবা: প্রযোজ্য নয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস